উনিশ শতক বললেই আমাদের মনে পড়ে ঠাকুরবাড়ির কথা।
উনিশ শতক বললেই আমাদের মনে পড়ে ঠাকুরবাড়ির কথা। রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, জ্ঞানদানন্দিনী দেবী এক ঝাঁক ক্ষণজন্মা প্রতিভার বিচরণভুমি এই ঠাকুরবাড়ি। তবে ঊনবিংশ শতকে ঠাকুরবাড়ি নিজেদের শুধুমাত্র সাহিত্য সংস্কৃতি বা বিজ্ঞানচর্চার মধ্যে আবদ্ধ রেখেছিল ভাবলে ভুল ভাবা হবে। সমকালীন সমাজ ব্যবস্থার বিপরীত স্রোতে হেঁটে
তাঁরা এমন কিছু কাজ করেছিলেন যা ছিল সেই সময়ের প্রেক্ষিতে অভাবনীয়। সেই সকল অজানা কিছু তথ্য সম্ভারের একত্রে গাঁথা মালাই এবারের বঙ্গযাপনের উপস্থাপনা ‘ঠাকুরবাড়ির সম্ভার’