one act play
বিবেকানন্দ হাউস (ইয়েলো হাউস) উপস্থাপন করেছিল বিবাহ এবং কন্যাদায়ের মত বিষয়ের এক হাস্যরসাত্মক উপস্থাপনা “অগ্নিপরীক্ষার বিবাহ”। টেগর হাউস (গ্রিন হাউস) উপস্থাপন করেছিল গ্রাম্য জীবনের কিছু অনাচারকেন্দ্রিক নাটক “পাপের শাস্তি”। টেরেসা হাউসের (ব্লু হাউস) উপস্থাপনা ছিল বিদ্যা এবং বুদ্ধির লড়াইকে উপজীব্য করে নাটক “বিদ্যার বুদ্ধি” এবং নেতাজি হাউস (রেড হাউস) উপস্থাপন করলো সাংসারিক অভাব এবং অনটনের প্রেক্ষাপটে হাস্যরসাত্মক নাটক “পাঁচকড়ি ও তিনকড়ি”।
প্রত্যেক হাউসের ছাত্র-ছাত্রীরা তাদের পোশাক পরিচ্ছদ, মঞ্চসজ্জা এবং অনবদ্য অভিনয়ের মধ্যে দিয়ে তাদের পরিশ্রম এবং প্রতিভার এক অনন্য সাধারণ মেলবন্ধন তুলে ধরেছিল। সকলেই নিজের নিজের জায়গায় তাদের পরিশ্রমের যথার্থ উপস্থাপনা করেছিল। যেহেতু প্রত্যেক প্রতিযোগিতারই ফল থাকে, তাই চার হাউসের মধ্যে তিনটি হাউসের উপস্থাপনাকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে রেড হাউস তথা নেতাজি হাউস। দ্বিতীয় স্থানে ছিল গ্রীন হাউস তথা টেগর হাউস। তৃতীয় স্থান অধিকার করেছে ব্লু হাউস তথা টেরেসা হাউস এবং চতুর্থ স্থানে ছিল (ইয়েলো হাউস) তথা বিবেকানন্দ হাউস। সমস্ত হাউসের ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন।