Rabindra Jayanti Celebration
ঠাকুরদালানের গল্পকথায় বয়ে যাক কিছু সময়, ফিরে তাকানো স্মৃতির সারণী বেয়ে। সেই স্মৃতি যাপনেই তো আমাদের বেঁচে থাকা…নিজেদের বাঁচিয়ে রাখা। তিনি রবীন্দ্রনাথ… রবির আলোয় উদ্ভাসিত হোক আমাদের হৃদয়। রবির ছটায় উজ্জ্বল হোক আগামী।
রবি ঠাকুরের বিচরণ আমাদের জীবনের সব পর্যায়ে। হোক সে প্রকৃতি বা দুটি হৃদয়ের বাঁধা পরা। তোমারে মোরা হৃদয় দিয়ে হৃদি।
এই ঠাকুরবাড়িতে পায়ের ধুলো পড়ছে কত বিদগ্ধ মানুষের, শঙ্খধ্বনির সাথে মিশে গেছে টপ্পা ঠুংরির সুর। কীর্তনের খঞ্জনির বোলে তানপুরা বেঁধেছেন কবি। বিভিন্ন প্রদেশের টুকরো টুকরো সরগমে কোলাজ বানিয়েছেন ভাঙা গানের। সেই গান জুড়িয়েছে বাঙালির হৃদয়।
রোদ্দুর যেন আসন পেতে রেখেছে ঠাকুরবাড়ির আঙিনা জুড়ে। তাই তো আমরাও সেই রোদ্দুরে আজ শতরঞ্চি বিছিয়ে আয়োজন করেছি সামান্য। নাচে গানে আঁকায় আড্ডায় মেতে উঠেছে আমাদের কচিকাঁচারা। ওরা “সবুজ” তাই ওরা “অবুঝ”। আধ মরাদের বাঁচানোর জন্য ওরা কোমর বেঁধেছে। আমরাও করেছি অঙ্গীকার।
আসলে আয়োজন নয়, এটুকু আমাদের বড্ড প্রয়োজন।।