Saraswati Puja Celebration

Saraswati Puja Celebration

বসন্তের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আরাধনায় মেতে ওঠে বঙ্গবাসী। বাড়িতে, বিদ্যালয়ে, কলেজে, বিভিন্ন ক্লাবে, বিশ্ববিদ্যালয়ে প্রায় সর্বত্রই চলতে থাকে বাগদেবীর সশ্রদ্ধ আরাধনা। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল আড়িয়াদহ সবার মতই আয়োজন করেছিল দেবী সরস্বতীর বন্দনা। প্রাথমিক পর্যায়ে পূজার জোগাড় মণ্ডপসজ্জা এসবের মধ্যে দিয়েই সকালের সূত্রপাত হয়েছিল। ধীরে ধীরে বিদ্যালয় প্রাঙ্গণ ভরে উঠলো কচিকাঁচাদের আনাগোনায় সাথে অনেক অভিভাবকরাও ছিলেন। পূজাপ্রাঙ্গণ ধীরে ধীরে সেজে উঠছিল নানান রঙের বাহারে। এরপর রীতি অনুযায়ী দেবীর পূজা আরম্ভ হল এবং সাথে সাথেই শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং সকলে মিলে অঞ্জলীর মধ্যে দিয়ে দেবীর কাছে আপন শ্রদ্ধা এবং ভক্তি নিবেদন করল। হয়তো এখানেই শেষ হয়ে যেতে পারত কিন্তু টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল আড়িয়াদহ এখানে থেমে যায়নি। তারা নিজেদের শ্রদ্ধা ভক্তিকে একটু অন্যভাবে উপস্থাপনের চেষ্টা করেছিল। বিদ্যা, শিল্প এবং জ্ঞানের দেবী মা সরস্বতীর সম্মুখে ছাত্র-ছাত্রীরা নিজেদের প্রতিভার নৈবেদ্য দিয়ে দেবীর আর এক পর্যায়ের আরাধনা শুরু করেছিল। সেখানে ধাপে ধাপে ছিল গান এবং যন্ত্রসঙ্গীতের মাধুর্য, কিছু কবিতা এবং সমবেত ও একক নৃত্য। এখানেই বোধ হয় বাকি সকলের থেকে একটু আলাদা থেকে যায় আমাদের বিদ্যালয়। শুধুমাত্র পুষ্প এবং দ্বীপ ধূপ দিয়ে আমরা বিরত থাকিনি তুলে ধরেছি আপন মনের মাধুরী মেশানো হার্দিক নিবেদন।