নব আনন্দে জাগো আজি”- নববর্ষ ১৪৩১
চৈত্রের প্রহর শেষে বৈশাখের আগমন। বাংলা ঋতুচক্রের প্রথম ঋতু বৈশাখ। পাতা ঝরার দিন কাটিয়ে আরও একটা বছরের শুরু। মনের সব দৈন্যতা মুছে ফেলে এবার নিজেকে ভরিয়ে তোলার পালা। প্রাপ্তির ঝুলিতে সঞ্চিত হবে আরও অনেক কিছু। আমরা পূর্ণ হব কানায় কানায়। প্রখর রৌদ্রের অগ্নিস্নানে শুচিশুভ্র হবে ধরা। কালবৈশাখীর উগ্রতা বয়ে আনবে শান্তির কোমল আবেশ। এই বৈশাখ যেমন নতুন বছরের নব সম্ভাবনা ও ভবিষ্যতের বার্তা বয়ে আনে তেমনি স্মৃতির বাগান থেকে তুলে আনে কিছু চেনা ফুল। বৈশাখ কেবলমাত্র বাংলা নববর্ষ হিসাবে সীমাবদ্ধ থাকেনা। যদিও নতুন ক্যালেন্ডার ও ঠোঙ্গা ভর্তি মিষ্টির মধ্যে দিয়ে বাঙালির ঐতিহ্যকে মনে করিয়ে দেয় এই বৈশাখ তবুও এই বৈশাখের পৃষ্ঠায় পৃষ্ঠায় জমা থাকে আরো নানান মণিমুক্ত। বৈশাখ নতুন বছর যেমন এনে দেয় তেমনি এনে দেয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। নববর্ষের মিষ্টি আর উচ্ছ্বাস আবছা হওয়ার আগেই চলে আসে রবীন্দ্র জয়ন্তী, ২৫ শে বৈশাখ। এই দিনটি যেন বাঙালির নতুন করে নিজেকে চেনার দিন। তাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন। সবমিলিয়ে বৈশাখ যেন সূর্যদেবের সাতরঙা ঘোরার মতোই সাতরঙে রঙিন। বিদ্যালয় অঙ্গনে আজ যেন রবীন্দ্রনাথ ও বৈশাখ একাত্ত হয়ে এক মনোরম নান্দনিকতায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। শুধু নতুন বছর নয় সাথে সাথে নতুন মানুষদেরও বরণ করে নিতে হয়। আজ বিদ্যালয়ে আমাদের পরিবারে নতুন সদস্য হয়ে আসা একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সাদরে স্বাগত জানিয়েছি আমরা ।
টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, আড়িয়াদহর পক্ষ থেকে সকলকে নববর্ষ ১৪৩১ এর অনেক অনেক শুভেচ্ছা ।